ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ৩১ জুলাই ২০১৮

ফরিদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় মাদক ব্যবসায়ী, মাদকসেবীসহ বিভিন্ন মামলার ৫০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় ১০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও দুই লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

জেলার ৯টি উপজেলার অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী চারজন, মাদক সেবনকারী ১৮ জন, নিয়মিত মামলায় দুইজন, সাজাপ্রাপ্ত দুইজন ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২৪ জন রয়েছেন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার ৯টি উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ৫০ আসামিকে গ্রেফতার করেছে থানা ও ডিবি পুলিশ।

তিনি বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতারে এ অভিযান অব্যাহত থাকবে।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।