বিয়ের আসর থেকে পালিয়ে গেল বর-কনে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:২৯ পিএম, ০২ আগস্ট ২০১৮

ফরিদপুরের সদরপুর উপজেলায় বিয়ের আসর থেকে পালিয়ে গেছে বর ও কনে। বাল্যবিয়ের খবর পেয়ে ম্যাজিস্ট্রেট এসেছে শুনে দ্রুত পালিয়ে যায় তারা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের হামারবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চরবিষ্ণুপুর ইউনিয়নের হামারবাড়ি জরিপের ডাঙ্গী গ্রামের বাসিন্দা কবির শেখের মেয়ে ও চরবিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী রুমা আক্তারের সঙ্গে চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর হাজী ডাঙ্গী গ্রামের শেখ আহম্মদের ছেলে প্রবাসী শেখ সেকেন্দারের (২৫) বিয়ের দিন ধার্য ছিল বৃহস্পতিবার।

বাল্যবিয়ে হচ্ছে খবর পেয়ে বিকেল ৪টার দিকে সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের রহমান রাশেদ মেয়ের বাবা কবির শেখের বাড়িতে এসে পৌঁছান। তিনি এসে দেখেন বর পক্ষের লোকজন খাওয়া-দাওয়া করছেন। এরই মধ্যে ম্যাজিস্ট্রেট এসেছেন শুনেই বিয়ের আসর থেকে পালিয়ে যায় বর ও কনে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জোবায়ের রহমান রাশেদ মেয়ের বাড়ির বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েও বর-কনেকে খুঁজে না পেয়ে কনের মামা মো. কাদের হোসেনকে বর-কনেসহ তার কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়ে ফিরে যান।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।