গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় কলেজ ছাত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ০৪ আগস্ট ২০১৮

গাজীপুরে সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় শনিবার দুপুরে কাভার্ডভ্যান চাপায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। এ সময় বিক্ষুদ্ধরা কাভার্ডভ্যানের চালককে মারধর করে গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে রাখে।

নিহত ফারহানা আলম মীম (২১) টঙ্গীর সফিউদ্দীন সরকার একাডেমির এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী। তিনি গাইবান্ধার সাঘাটা থানার কুদুরিয়া এলাকার মো. ফারুকের মেয়ে এবং পরিবারের সঙ্গে বড়বাড়ির বগারটেক এলাকায় বসবাস করতেন।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় জয়দেবপুর চৌরাস্তাগামী একটি কাভার্ডভ্যান মীমকে চাপা দেয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় বিক্ষুদ্ধরা ছাত্ররা ও এলাকাবাসী ওই কাভার্ডভ্যানের চালককে মারধর করে গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ওই মহাসড়ক অবরোধ করে রাখে।

জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছলে বিক্ষুদ্ধরা বাধা দেয় এবং ফায়ার সার্ভিসের গাড়িও ভাঙচুর করে।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।