মঙ্গলবার ফরিদপুরের ১০ গ্রামে ঈদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ২০ আগস্ট ২০১৮

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ও রূপাপাত ইউনিয়নের ১০ গ্রামের কয়েক হাজার লোক আগামীকাল মঙ্গলবার ঈদ উদযাপন করবেন।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সহস্রাইল, কাটাগড়, গঙ্গানন্দপুর, রাখালতলী, মাইটকোমরা, দুর্গাপুর ও কলিমাঝিসহ ১০ গ্রামের কয়েক হাজার লোক ঈদুল আজহার নামাজ আদায় করবেন।

কাটাগড় গ্রামের আলফাডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহিদুল হক বলেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখিল শরিফের অনুসারী হিসেবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেন তারা।

এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।