বন্ধুদের সামনেই নদীর স্রোতে ভেসে গেলো বন্ধু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ১১:০৫ এএম, ২৪ আগস্ট ২০১৮

লালমনিরহাটে বন্ধুদের সঙ্গে ঈদ আনন্দ করতে গিয়ে তিস্তা নদীতে গোসলে নেমে মনিরুজ্জামান (১৪) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের ভোটমারী এলাকায় তিস্তা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ মনিরুজ্জামান উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের কেতকিবাড়ির সোলায়মান গণির ছেলে। সে ভোটমারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্র ও মনিরুজ্জামানের বন্ধুরা জানায়, বৃহস্পতিবার বিকেলে ছয়জন বন্ধু মিলে ঈদ আনন্দ উপভোগ করতে তিস্তা নদীর পাশে ফুটবল খেলা শেষে গোসল করতে নামে। এ সময় মনিরুজ্জামান নদীর স্রোতে ভেসে যায়। কিন্তু নদীর স্রোত বেশি থাকায় তাকে উদ্ধার করতে পারেনি বন্ধুরা।

ওই এলাকার কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে চলে যাই। সন্ধ্যা পর্যন্ত অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ডাউয়াবাড়ির ইউপি চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম কায়েদ বলেন, নদীর স্রোতে ভেসে গেছে মনিরুজ্জামান। ডুবুরি দলকে বিষয়টি জানানো। বৃহস্পতিবার সকালে রংপুর থেকে রওনা দিয়েছে ডুবুরি দল।

রবিউল হাসান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।