রাজবাড়ীর বরাট ভাকলা স্কু‌লে প্রবীণদের মিলন‌মেলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০২:০২ এএম, ২৫ আগস্ট ২০১৮

রাজবাড়ী সদর উপ‌জেলার বরাট ভাকলা স্কুল অ্যান্ড ক‌লে‌জের ১৯৬৯ ও ১৯৭০ এসএস‌সি ব্যা‌চের ছাত্র-ছাত্রী‌দের ঈদ পুন‌র্মিলনী অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শুক্রবার বরাট ভাকলা স্কুল অ্যান্ড ক‌লে‌জ মিলনায়ত‌নে এ পুন‌র্মিলনী অনু‌ষ্ঠিত হয়।

এ‌তে প্রাক্তন ছাত্র ও প্রধান শিক্ষক হাসান ইমাম চৌধুরী দুল‌ালের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য রাখেন সংর‌ক্ষিত ম‌হিলা অাস‌নের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী।‌

বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন রাজবাড়ী পৌরসভার মেয়র ও স্কু‌লের প্রাক্তন ছাত্র মহম্মদ অালী চৌধুরী, প্রাক্তন ছাত্র হা‌বিবউল্লাহ মজুমদার, সুশীল দত্ত তাপস, সে‌কেন অালী প্রমুখ।

স্বাগত বক্তব্য রা‌খেন ৬৯তম ব্যা‌চের ছাত্র এ‌টিএম মোস্তফা। অনুষ্ঠা‌নের শুরু‌তেই প্র‌তিষ্ঠান‌টির প্রাক্তন শিক্ষার্থী‌দের ফু‌লের শু‌ভেচ্ছা জানা‌নো হয় এবং নিহত প্রাক্তন শিক্ষার্থী‌দের স্মর‌ণে এক মি‌নি‌ট নীরবতা পালন করা হয়।

প‌রে প্রাক্তন শিক্ষার্থী‌রা তা‌দের প‌রিচয় ও বর্তমান অবস্থা জানান এবং স্মৃ‌তিচারণ করেন। স্মৃ‌তিচারণ শে‌ষে মনোজ্ঞ সাংস্কৃ‌তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রু‌বেলুর রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।