সাংবাদিক মিহির লাল কুরি আর নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ১১:১৯ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৮

মাগুরার বিশিষ্ট সাংবাদিক ও মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মিহির লাল কুরি আর নেই। শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিতিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অধ্যাপক মিহির লাল কুরির মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর বীরেন শিকদার, সংসদ সদস্য এটিএমএ আব্দুল ওয়াহাব, সংসদ সদস্য কামরুল লায়লা জলি, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখরসহ নানা সামাজিক, সাংস্কৃতিক ও পূজা উদযাপনের নেতাকর্মীরা বিশেষ শোক প্রকাশ করেছেন।

আরাফাত হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।