ফেনসিডিলসহ ব্যবসায়ী গ্রেফতার
যশোরের বেনাপোল পোর্ট থানার অভিযান চালিয়ে ৩০৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আকিব হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার দুপুরের দিকে থানার আমড়াখালি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আকিব আমড়াখালি উত্তর পাড়া গ্রামের মৃত আব্দুর রবের ছেলে।
র্যাব-৬, যশোরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার সোহেল পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কতিপয় ব্যক্তি আমড়াখালি যশোর-বেনাপোল সড়কের ওপর বস্তা ভর্তি ফেনসিডিল নিয়ে ট্রাকে ওঠার জন্য অবস্থান করছে। এমন খবরে সেখানে অভিযান চালায় র্যাব সদস্যরা। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে আকিবকে ৩০৪ বোতল ফেনসিডিলস গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।
মো. জামাল হোসেন/আরএ/জেআইএম