বগুড়ায় গ্রেফতার ৫ জঙ্গি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৮

বগুড়ার শেরপুর থেকে গ্রেফতার পাঁচ জঙ্গির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকেলে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু রায়হান এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

রিমান্ডে নেয়া জঙ্গিরা হলো- রাজশাহী ও রংপুর বিভাগের দাওয়া শাখার আমির জামালপুর জেলা সদরের বড়ইকুডা গ্রামের মৃত লোকমান আলীর ছেলে শহিদুল্লাহ ওরফে মাসুম ওরফে ইয়ামিন ওরমে গোপাল ওরফে নাদিদ (৪১), রাজশাহী বিভাগের ইছাবা (সামরিক) শাখার কমান্ডার রাজশাহী মহানগরীর উপকন্ঠ বেলপুকুর এলাকার ক্ষুদ জামিরা গ্রামের আকবর আলীর ছেলে বুলবুল ওরফে সোহাগ (৩২), ইছাবা সদস্য রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের উৎপল হাজরার ছেলে নবমুসলিম আতিকুর রহমান ওরফে সৈকত ওরফে সামিত (৩৩), ইছাবা সদস্য একই উপজেলার আশকোরপুরের মৃত আবু তালেবের ছেলে মিজানুর রহমান ওরফে দর্জি মিজান (৩৫) ও রাজশাহী মহানগরীর উপকন্ঠ বেলপুকুর এলাকার ক্ষুদ জামিরা গ্রামের একরামুল হকের ছেলে মাসুদ রানা (৩১)।

মঙ্গলবার রাতে শেরপুরের মির্জাপুর রানীরহাটগামী সড়ক থেকে এই পাঁচ জঙ্গিকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই নুরুজ্জামান বলেন, পাঁচ জঙ্গিকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।