ধাওয়া করে ১০ স্বর্ণবারসহ যুবককে ধরলো বিজিবি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৮

যশোরের পতেঙ্গালী কবিরাজ পাড়া পাকারাস্তা থেকে ১০টি স্বর্ণের বারসহ (১ কেজি ১৬৩ গ্রাম) মো. হাসানুজ্জামান (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছেন শার্শা শালকোনা বিজিবি ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ধাওয়া করে তাকে আটক করা হয়।

আটক পাচারকারী হাসানুজ্জামান যশোর কোতয়ালি থানার খড়কি এলাকার মমিন উদ্দিনের ছেলে।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার শালকোনা বিওপির হাবিলদার মহিবুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সড়কে অবস্থান নিলে স্বর্ণ পাচারকারী হাসানুজ্জামান টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় টহল দল তাকে ধাওয়া করে এবং যশোরের আরবপুর ইউনিয়নের পতেঙ্গালী কবিরাজ পাড়া পাকারাস্তা থেকে ১০টি স্বর্ণের বারসহ আটক করে।

উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৫১ লাখ ১৭ হাজার ২শ টাকা। আটক আসামিকে স্বর্ণসহ যশোর কোতয়ালি থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

জামাল হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।