ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা সোনাতলা গ্রামে মেয়েকে ধর্ষণের দায়ে পালক বাবা ধলু সরদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অমিত কুমার দে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ধলু সরদার কারাগারে রয়েছে। ধলু সরদার ওই গ্রামের মৃত হানেফ সরদারের ছেলে। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেছেন আদালতের বিশেষ পিপি ইদ্রিস আলী।
মামলার নথি থেকে জানা যায়, মেয়েসহ এক বিধবা নারীকে বিয়ে করে ধলু সরদার। অভাবের সংসার হওয়ায় তারা এক ঘরে বসবাস করত। ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর ধলু সরদার তার পালিত মেয়েকে ধর্ষণ করে।
চলতি বছর ধলু সরদার ফের ধর্ষণ করলে গত ৯ মার্চ মেয়ের মা ধলু সরদারকে আসামি করে অভয়নগর থানায় ধর্ষণ মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ধলু সরদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ মুহাম্মদ রেফাতুল ইসলাম। অভিযোগে প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
মিলন রহমান/এএম/পিআর