নিজ ঘরের বারান্দায় কৃষককে পুড়িয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৪:১০ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৮

যশোরের অভয়নগরে তৈয়ব শেখ (৫৫) নামে এক কৃষককে গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার বাঘুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তৈয়ব শেখ ওই গ্রামের মৃত কেরামত শেখের ছেলে।

নিহতের ছেলে সাগর শেখ জানান, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে তার বাবা ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার দিকে বাবার চিৎকারে তাদের ঘুম ভাঙে। এ সময় তারা তার বাবার গায়ে লাগা আগুন নিভিয়ে দ্রুত তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে স্থানান্তরিত করলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

অভয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে আমরা পেট্রলের গন্ধ এবং আগুন দেয়ার কাজে ব্যবহৃত মশাল জাতীয় একটি বস্তু পেয়েছি। তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িতর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।