এমপির মিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:২৯ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৮

যশোরের শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের মালিকানাধীন আফিল উইভিং জুট মিলসের আবাসিক ভবন থেকে পলাশ দাস (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত পলাশ মনিরামপুর উপজেলার জামশা গ্রামের নিরঞ্জন দাসের ছেলে। তিনি আফিল উইভিং জুট মিলসের কর্মচারী ছিলেন।

এ ব্যাপারে আফিল উইভিং জুট মিলের কোনো কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি।

শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আক্তার বলেন, আমরা সংবাদ পাই আফিল উইভিং জুট মিলের পেছনে মুরগির ফার্মের আবাসিক ভবনে এক যুবকের মৃত্যু হয়েছে। পরে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান বলেন, এমপির ফোন পেয়ে আমি, তদন্ত কর্মকর্তা ও কয়েকজন পুলিশ অফিসার ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জামাল হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।