ফুটবল খেলতে বের হয়ে প্রাণ গেল যুবকের
যশোরের শেখ হাসিনা সফটওয়্যার পার্কের সামনে শাপলা মিলের অদূরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন (১৮) যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগা মোড় এলাকার একলাস হোসেনের ছেলে এবং আহত তার বন্ধু একই এলাকার আনিছ শেখের ছেলে আলাউদ্দিন শেখ (১৯)। তারা শহরের আরএনরোড এলাকার অটো কর্নার দোকানের কর্মচারী ছিলেন। সকালে ফুটবল খেলতে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে দুর্ঘটনার কবলে পড়েন।
আলাউদ্দিন শেখের আনিছ শেখ জানান, শুক্রবার ছুটির দিন হওয়ায় আলামীন তার বন্ধু ইমনের মোটরসাইকেলে করে সকালে ফুটবল খেলতে যাওয়ার জন্য বের হয়। পথিমধ্যে পার্কের সামনে শাপলা মিলের অদূরে বিপরীত দিকে থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে ইমন ও আলাউদ্দিন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে ইমনের মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
যশোর কোতোয়ালি থানা পুলিশের ওসি (তদন্ত) আবুল বাশার মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
মিলন রহমান/আরএআর/পিআর