বিনা টিকিটে ৭৫৮ যাত্রীর ট্রেন ভ্রমণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮
ছবি-ফাইল

বিনা টিকিটে ট্রেনভ্রমণের অপরাধে ৭৫৮ যাত্রীর কাছ থেকে এক লাখ ৬৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভৈরব রেলওয়ে স্টেশনে শনিবার টিকিট ব্লক চেকিংয়ের মাধ্যমে এসব জরিমানা আদায় করা হয়।

ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-কিশোরগঞ্জ, ঢাকা-নোয়াখালী যাতায়াতগামী আন্তঃনগর ট্রেনগুলোর যাত্রীর কাছ থেকে দিনব্যাপী অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করে রেলওয়ে কর্তৃপক্ষ।

ভৈরব রেলস্টেশনে অভিযানটি পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় চিফ কমার্শিয়াল ম্যানেজার সরদার শাহাদাৎ হোসেন। এসময় তাকে সহায়তা করেন প্রায় ২৫ জন টিকিট কালেক্টর, রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ রেলস্টেশনের বিভিন্ন কর্মচারী ও কর্মকর্তাগণ।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার অমৃত লাল দাস জানান, ট্রেনে ব্লক চেকিং একটি নিয়মিত ঘটনা। এই ব্লক চেকিংয়ে বিনাটিকিটের যাত্রীদের জরিমানা করার পাশাপাশি বিনাটিকিটে রেলভ্রমণ একটি অপরাধ, সেটি যাত্রীদের জানানো হয়।

আসাদুজ্জামান ফারুক/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।