পাবনায় জামায়াতের সেক্রেটারিসহ ৭ নেতা-কর্মী গ্রেফতার

পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইকবাল হোসাইনসহ ৭ জামায়াত ও শিবির নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ইকবাল হোসাইন জেলা জামায়াতের সেক্রেটারি, পাবনা ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ আসনের জামায়াতের সম্ভাব্য প্রার্থী। তবে গ্রেফতার শিবির নেতা-কর্মী নাম জানা যায়নি।
রোববার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজানের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল শহরের পাথরতলা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানা পুণিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক বলেন, তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা এবং সরকার বিরোধী উষ্কানীমূলক অপপ্রচারের অভিযোগ রয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে বেশ কিছু সরকার বিরোধী লিফলেট উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, তাদের বিরুদ্ধে নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
একে জামান/আরএ/পিআর