বেনাপোলে ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৬:২৬ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৮

যশোরের বেনাপোল রেলস্টেশনের পাশ থেকে পাঁচ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রিপিস, লেহেঙ্গা, ফেসওয়াশ, শনপাঁপড়ি ও আতশবাজি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। সোমবার বিকেলে এসব পণ্য উদ্ধার করা হয়।

বেনাপোল বিজিবি ক্যাম্পের নায়েক মেহেদী হাসান জানান, চোরাকারবারীরা বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য সীমান্ত পথে এনে রেল স্টেশনের পাশে অবস্থান করছে এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়।

এ সময় চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে এসব পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্য বেনাপোল শুল্ক গুদামে জমা করা হয়েছে বলে জানান তিনি।

মো. জামাল হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।