ভৈরবে ইউপি সদস্যকে গুলির ঘটনায় মামলা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৮

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় দিনদুপুরে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আ. মান্নান খাঁনকে গুলির ঘটনায় সোমবার রাতে একটি মামলা হয়েছে।

আহত মান্নান বাদী হয়ে ঘটনার সাতদিন পর মামলাটি করেন। মামলায় এলাকার সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হকসহ ১৩ জনকে আসামি করা হয়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, মামলার বাদী আ. মান্নান খাঁন নিজে তিনটি হত্যা মামলার আসামি। ভৈরবের সাদেকপুর ইউনিয়নে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গত দেড় বছরে চারটি খুনের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্র জানায়, ভৈরবের সাদেকপুর ইউনিয়নে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্বশত্রুতার জেরে ঝগড়া, সংঘর্ষ, বাড়িঘর লুটপাট ও হত্যার ঘটনা ঘটছে। এলাকার মৌটুপী গ্রামের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হক ও একই গ্রামের সরকার বাড়ির আবুবকর চেয়ারম্যানের মধ্যে দ্বন্দ্বে এসব ঘটনা ঘটছে।

গত দেড় বছরে চারটি হত্যাসহ অসংখ্য বাড়িঘর লুটপাট ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাদের দ্বন্দ্বে ইউনিয়নের চার গ্রামের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে আছে। এরই ধারাবহিকতায় সোমবার রাতে এ মামলা করা হয়।

মামলার বাদী আ. মান্নান খাঁন বলেন, ঘটনার দিন সুজন আমাকে গুলি করেছে। সুজনকে তিন নম্বর আসামি করে এক ও দুই নম্বর আসামি দুলাল ও তোফাজ্জল হককে কেন করলেন এ প্রশ্নের জবাবে আ. মান্নান বলেন, তাদের হুকুমেই আমাকে গুলি করেছে সুজন।

সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হক বলেন, ঘটনার দিন আমি এলাকায় ছিলাম না। এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই। পূর্বশত্রুতার জেরে আমাকে মিথ্যা মামলার আসামি করেছেন আ. মান্নান।

ভৈরব থানা পুলিশের ওসি মো. মোখলেছুর রহমান বলেন, কেউ কারো বিরুদ্ধে মামলা দিলে আমাদের নিতে হয়। ঘটনা তদন্ত করে যারা অপরাধী তাদের বিরুদ্ধে চার্জশিট দেবে পুলিশ।

আসাদুজ্জামান ফারুক/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।