মহাসড়ক যেন বালুর মাঠ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮

পঞ্চগড়ের বিভিন্ন সড়ক মহাসড়ক দখল করে চলছে রমরমা বালুর ব্যবসা। সড়কের উপর বালু ফেলে রাস্তা বন্ধ করে মজুতকৃত বালু ট্রাকে তোলা হয়। সড়কের অধিকাংশ জায়গা বালু আর ট্রাকের দখলে। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ভারি ট্রাক চলাচলে নষ্ট হচ্ছে সড়কগুলো।

সব মিলিয়ে চরম দুর্ভোগে পড়েছেন পথচারীরা। বালু ব্যবসায়ী সিন্ডিকেট প্রভাবশালী হওয়ায় স্থানীয় কেউ প্রতিবাদ করার সাহস পান না। তবে এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

জেলার পঞ্চগড়-মাড়েয়া সড়ক সরেজমিন ঘুরে দেখা গেছে, শহরের চিনিকল থেকে মাড়েয়া সড়কের একাধিকস্থানে বড় বড় বালুর স্তূপ। সংকট সময়ে বেশি দাম পাওয়ার আশায় প্রতি বছর বর্ষা মৌসুম শুরুর আগে ব্যবসায়ীরা সড়কজুড়ে বালু মজুদ করে। করতোয়া নদীর বালুমহাল থেকে বালু উত্তোলন করে মজুদ করা হয়েছে সড়কের উপর। ওই সড়কের গড়েরডাঙ্গায় ট্রাক দাঁড় করিয়ে তোলা হচ্ছে বালু। ট্রাকের পাশ কাটিয়ে যেতে রিকশাভ্যানসহ পথচারীরা দুর্ভোগে পড়ছেন।

একই অবস্থা সদর উপজেলার ব্যারিস্টার বাজার থেকে আমতলা সড়কের। ধাক্কামারা ইউনিয়নের আমতলা থেকে ভজনপুর সড়ক, তালমা থেকে কাটাবাড়ি সড়ক, সিঅ্যান্ডবি মোড় থেকে মীরগড় সড়ক দখল করে চলছে রমরমা এ ব্যবসা।

স্থানীয় এক প্রভাবশালী বালুর ব্যবসা চালায় বলে তাদের বিরুদ্ধে কথা বলার কেউ সাহস পান না। তবে এসব সংযোগ সড়কে ১০ চাকার ভারি ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও যেন দেখার কেউ নেই।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় বালুমহালের সংখ্যা ১৫টি। এর অধিকাংশ করতোয়া নদীতে অবস্থিত। করতোয়া-চাওয়াই সংযোগ বালুমহাল, চাওয়াই বালুমহাল, করতোয়ার মীরগড় বালুমহাল, করতোয়ার ফুলতলা বালুমহাল, করতোয়ার দেবীগঞ্জ বালুমহালসহ ১৫টি বালুমহাল থেকে ইজারাদাররা বালি উত্তোলন করে প্রতিদিন শতাধিক ট্রাকে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে সরবরাহ করছে।

southeast

বোদা উপজেলার গড়েরডাঙ্গা এলাকার কৃষক আব্দুল হামিদ বলেন, প্রতিদিন চিনিকল থেকে মাড়েয়া পর্যন্ত সড়কের বিভিন্নস্থানে রাস্তায় ট্রাক আটকিয়ে বালু তোলা হয়। এই রাস্তা দিয়ে রিকশাভ্যান নিয়ে যাওয়া কঠিন। বিশেষ করে ট্রাকে বালু তোলার সময় আরেকটি যানবাহন যাতায়াতে চরম সমস্যা হয়।

ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া এলাকার আব্দুর রহিম বলেন, ব্যারিস্টার বাজার থেকে আমতলা কাজীপাড়া সড়কটিতে বড় বড় ট্রাক চলাচলে সড়কের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। অনেকস্থানে সড়ক একবারেই নষ্ট হয়ে গেছে। বর্ষায় এই সড়কটি চলাচলের অযোগ্য হয়ে যায়।

পঞ্চগড় পাথর বালু যৌথ ফেডারেশনের সভাপতি হাসিবুল হক প্রধান বলেন, পাথর বালু যৌথ ফেডারেশনের পক্ষ থেকে সড়কের উপর পাথর ও বালু না রাখার জন্য বলা হয়েছে। সড়কের উপর ট্রাক দাঁড় করিয়ে বালু উত্তোলন না করতে মাইকিং করা হয়েছে। তবুও অনেকেই তা মানছে না।

সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, সড়কের উপর বালু মজুত এবং সড়কে ট্রাক দাঁড় করিয়ে বালু তুলতে ব্যবসায়ীদের বারবার নিষেধ করা হয়। কিন্তু তারা কিছুতেই মানছে না। সড়ক নিরাপদ ও পরিচ্ছন্ন রাখতে শিগগিরই আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব।

জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, পঞ্চগড়-মাড়েয়া সড়কে বালি স্তুপ করে যাত্রীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির বিষয়টি আমাদের নজরে এসেছে। এজন্য জেলা প্রশাসনের মিটিং এর মাধ্যমে সড়ক ও জনপদ বিভাগকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্যোগ নিতে বলা হয়েছে।

সফিকুল আলম/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।