চাঁদাবাজ বলায় আ.লীগ নেতার ওপর ক্ষুব্ধ ভৈরবের সাংবাদিকরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০১:০৩ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮

ভৈরবে আওয়ামী লীগ নেতা সায়দুল্লাহ মিয়ার কটূক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

বৃহস্পতিবার রাতে ভৈরব টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফিসে এক জরুরি সভায় সাংবাদিকরা এই নিন্দা ও প্রতিবাদ জানান।

এর আগে গত রোববার একটি অনলাইন নিউজ ক্লাবের অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়ে ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া তার বক্তব্যে বলেন, স্থানীয় টিভি সাংবাদিকরা চাঁদাবাজী করছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ভৈরব থানার ওসি মো. মোখলেছুর রহমানকে তিনি নির্দেশ দিয়ে বলেন, চাঁদাবাজ সাংবাদিকদের ধরে থানা হাজতে রেখে তাকে জানাতে।

কোনো রকম তথ্য উপাত্ত ছাড়া তিনি মিথ্যা অভিযোগ করেছেন বলে দাবি করেছেন সাংবাদিকরা। নেগেটিভ নিউজ করলেই তিনি সাংবাদিকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন বলেও জানিয়েছেন তারা।

এ ঘটনায় স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষও হতবাক হয়েছেন। তার মতো একজন দায়িত্ববান নেতা এমন মিথ্যা বক্তব্য দিয়ে সাংবাদিকদের সন্মানহানী করেছেন বলে মনে করা হচ্ছে।

বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ কয়েকজনকে অবহিত করা হয়েছে।

এছাড়া বৃহস্পতিবার সভায় সিদ্ধান্ত হয় ওই নেতা তার বক্তব্য প্রত্যাহার করে ভুল স্বীকার না করলে ভৈরবের টিভি সাংবাদিকসহ সকল সাংবাদিকরা কঠোর সিদ্ধান্ত গ্রহণ করবেন।

আসাদুজ্জামান ফারুক/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।