যশোর থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী পদযাত্রা শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ০৬ অক্টোবর ২০১৮

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম ও বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান খতিব শায়খুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসউদের নেতৃত্বে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী পদযাত্রা শুরু হয়েছে।

শনিবার সকালে যশোর চাঁচড়া মোড়ে এক পথসভার মাধ্যমে চারদিনব্যাপি এ পদযাত্রার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে শায়খুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে আলেম-জনতার ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, আমাদের মেধাবী তরুণ সমাজকে ধ্বংস করতে পরিকল্পিতভাকে মাদক ও জঙ্গিবাদ সৃষ্টি করা হচ্ছে। আর উন্নয়নকে বিনষ্ট করছে দুর্নীতি।

কওমি শিক্ষার স্বীকৃতিকে এ সরকারের অবিস্মরণীয় দৃষ্টান্ত উল্লেখ করে তিনি বলেন, এই সরকারের দেশ উন্নয়ন-অগ্রগতিকে এগিয়ে নিতে সবাইকে সহযোগিতা করতে হবে।

পথসভায় আরও বক্তব্য রাখেন- খুলনা মদিনাতুল ওলামা মাদরাসার মুহতামিম মওলানা আবুল কাসেমী।

পথসভা শেষে পদযাত্রা খুলনার উদ্দেশ্যে রওনা হয়। বিকালে খুলনা হাদিস পার্কে জনসভায় বক্তব্য রাখবেন আল্লামা ফরিদ। এরপর গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারিপুর, মুন্সিগঞ্জ, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট হয়ে আগামী ৯ অক্টোবর মঙ্গলবার সুনামগঞ্জ পৌঁছে চার দিনব্যাপী এই পদযাত্রা শেষ হবে।

মিলন রহমান/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।