এপেক্স ফুটওয়্যারের দুই কোটি টাকার মালামাল জব্দ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ০৬ অক্টোবর ২০১৮

মিথ্যা ঘোষণা দিয়ে ভারত থেকে আমদানিকৃত এপেক্স ফুটওয়্যার লিমিটেডের একটি পণ্য চালান (ভারতীয় ট্রাকসহ) বেনাপোল বন্দরের বড় আঁচড়া এলাকা থেকে জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

জব্দকৃত পণ্য চালানটির আমদানিকারক ঢাকার এপেক্স ফুটওয়্যার লিমিটেড। পণ্য চালানটির রফতানিকারক প্রতিষ্ঠান ভারতের চন্দ্রা কেমিক্যাল এন্টারপ্রাইজ লিমিটেড।

আমদানিকারক প্রতিষ্ঠান গত ২০ সেপ্টেম্বর ব্যাংক এশিয়ায় একটি এলসি খোলে পণ্যটি আমদানি করার জন্য। পণ্য চালানটির ইনভয়েস মূল্য দেখানো হয়েছে ২৫ হাজার ৯৬০ মার্কিন ডলার। যা বাংলাদেশি দুই কোটি ১৬ লাখ ৭৬ হাজার টাকা।

বেনাপোল কাস্টমস হাউসের ইনভেস্টিগেশন রিসার্স অ্যান্ড ম্যানেজমেন্ট গ্রুপের একটি প্রতিনিধি দল জব্দকৃত মালামাল পরীক্ষা-নিরীক্ষা করেছেন। পণ্য চালানটির মেনিফেস্ট নং-৩৫৪৮৯।

পরীক্ষণে পণ্য চালানটির মালামাল ঘোষণায় ছিল শর্ত সাপেক্ষ আমদানিকৃত লেদার অ্যান্ড ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে ব্যবহারের কাঁচামাল। কিন্তু পরীক্ষণকালে পাওয়া যায় ৭ প্যাকেজ মোটর পার্টস। যা বাণিজ্যিকভাবে আমদানিযোগ্য।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার উত্তম চাকমা বলেন, একজন আমদানিকারক ভারত থেকে মিথ্যা ঘোষণার মাধ্যমে একটি পণ্য চালান বেনাপোল বন্দরে নিয়ে আসছে- এমন সংবাদ পাই আমরা।

সংবাদের ভিত্তিতে বন্দরের বড় আঁচড়া এলাকা থেকে পণ্যবোঝাই একটি ভারতীয় ট্রাক জব্দ করি। পরে ট্রাকটি বেনাপোল কাস্টমস হাউসে নিয়ে আসা হয়। মালামাল দীর্ঘসময় পরীক্ষা করে মিথ্যা ঘোষণা এবং অমিল পাওয়া যায়। সরকারের রাজস্ব ফাঁকি দিতে এমন কাজটি করছিল আমদানিকারক প্রতিষ্ঠানটি।

তবে ট্রাকটি জব্দ করার সময় মেসার্স আব্দুর রউফ এজেন্সি (প্রা) লিমিটেড নামে একটি ক্লিয়ারিং এজেন্টের প্রতিনিধি জব্দকৃত মালামাল নিজেদের দাবি করলেও পরে তা অস্বীকার করেন।

জামাল হোসেন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।