ফেনসিডিলের চালান নিয়ে পালানোর সময় যুবককে গুলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ০৭ অক্টোবর ২০১৮

ফেনসিডিলের চালান নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় যশোরে পুলিশের গুলিতে সায়েম আলী (২২) নামে এক যুবক আহত হয়েছেন।

রোববার বেলা ১১টার দিকে শহরতলীর ঝুঝুমপুর বালিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। তার কাছ থেকে ফেনসিডিল উদ্ধার ও একটি ট্যাক্সি জব্দ করা হয়েছে। গুলিবিদ্ধ সায়েম যশোরের শার্শা উপজেলার উত্তর বারোপোতা এলাকার হজরত আলীর ছেলে।

যশোর কোতোয়ালি থানা পুলিশের এসআই আমিরুল ইসলাম জানান, তাদের কাছে খবর ছিল শার্শা থেকে লালরঙের ট্যাক্সিযোগে ফেনসিডিলের একটি চালান যশোরে আসছে। খবর পেয়ে পুলিশের কয়েকটি টিম সকালেই শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। এরপর পুলিশ সন্দেহভাজন ট্যাক্সিকে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পুলিশ তাদের ধাওয়া করলে বালিয়াডাঙ্গা এলাকায় গাড়িটির চাকা খুলে যায়। ওই সময় ট্যাক্সির যাত্রীদের কেউ দুই রাউন্ড গুলি ছোড়ে। পুলিশও পাল্টা এক রাউন্ড গুলি চালায়। এতে সায়েম গুলিবিদ্ধ হন। ওই সময় তিনিসহ বিপ্লব নামে আরেকজন এসআই আহত হন। আহত সায়েমকে আটক করা গেলেও ট্যাক্সিতে থাকা অন্য দুইজন পালিয়ে যায়। পুলিশ ট্যাক্সিটি জব্দ এবং সেটি তল্লাশি করে ২৩১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। গুলিবিদ্ধ সায়েমকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

যশোর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ আব্দুর রহিম জানান, সায়েমের ডান পায়ে গুলিবিদ্ধ হওয়ায় শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানা পুলিশের ওসি অপূর্ব হাসান বলেন, এ ঘটনায় সায়েমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

মিলন রহমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।