যশোরে বিএনপি নেতা সেলিম রেজা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ১১ অক্টোবর ২০১৮

যশোর চৌগাছা পৌরসভার দুইবারের সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে চৌগাছা পৌরসভা ভবনের পাশে নিজ বাড়ির সামনে থেকে চৌগাছা থানা পুলিশের উপ-পরিদর্শক সালাহউদ্দিন তাকে গ্রেফতার করেন।

দলীয় সূত্র জানায়, ১০ সেপ্টেম্বর দায়ের হওয়া একটি নাশকতার মামলায় ৪ অক্টোবর তিনি হাইকোর্ট থেকে জামিন নিয়ে চৌগাছায় ফেরেন। এরপরই ৭ অক্টোবর আরেকটি নাশকতার মামলায় তাকে আসামি করা হয়।

আওলিয়ারের বাবা দাউদ হোসেন বিশ্বাস বলেন, আমার ছেলে একজন নিরীহ এবং জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। সে চৌগাছা পৌরসভা প্রতিষ্ঠাতাকালীন প্রশাসক ছিল এবং দুইবার নির্বাচিত মেয়রের দায়িত্ব পালন করেছে। একাধিকবার চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ছিল। জনপ্রিয়তার কারণেই সাজানো মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।

চৌগাছা থানা পুলিশের উপ-পরিদর্শক এসএম আকিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সেলিম রেজা একটি নাশকতা মামলার এজহারভুক্ত আসামি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মিলন রহমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।