ফেনসিডিলের বস্তা ফেলে পালালো চোরাকারবারীরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৯:১০ এএম, ১২ অক্টোবর ২০১৮

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৮শ’ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার সন্ধ্যায় সীমান্তের বেনাপোল-পুটখালী সড়কের চারা বটতলা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক দ্রব্য জব্দ করে পুটখালী ক্যাম্পের সদস্যরা।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল ইমরান আলী সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভারত থেকে মাদক পাচরকারীরা বিপুল পরিমাণ ফেনসিডিল এনে বেনাপোল সীমান্তের বেনাপোল-পুটখালী সড়কে অবস্থান করছে। এমন সময় সেখানে অভিযান চালালে পাচারকারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার মধ্যে ৮শ’ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

জব্দকৃত ফেনসিডিল খুলনা ২১ বিজিবি হেড কোয়ার্টারে জমা দেয়া হবে বলে জানান তিনি।

জামাল হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।