রায়ের কপি বিশ্লেষণের পর পরবর্তী পদক্ষেপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩:১৭ পিএম, ১২ অক্টোবর ২০১৮
ফাইল ছবি

গ্রেনেড হামলা মামলার রায়ের কপি হাতে পেয়ে বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশন ও মনিয়ন্দ ইউনিয়নের তুলাইশিমুল গ্রামে নির্বাচনী গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকার কী হবে তা শুধু প্রধানমন্ত্রী বলতে পারেন। আর জনগণই দেখছে, বিএনপির কর্মসূচিতে কেউ সাড়া দিচ্ছে না।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কাউসার ভূঁইয়াসহ প্রশাসনের কর্মকর্তারা।

আজিজুল সঞ্চয়/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।