বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করায় ১৩ জেলে আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১১:৩০ পিএম, ১৩ অক্টোবর ২০১৮

নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর বাউফলের তেতুলিয়া নদীতে মাছ শিকার করায় ১৩ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে বিশ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। শনিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তেতুলিয়া নদীতে এ অভিযান চালানো হয়।

বাউফল উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন জানান, তেতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ১৩ জেলেকে আটক করা হয়েছে। তাদের মধ্যে পাচঁজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বেকসুর খালাস এবং অন্য আটজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিচারক ও উপজেলা নিবার্হী অফিসার পিজুষ চন্দ্র দে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. ইদ্রিস (১৯), মো. জাকির হোসেন (২২), বাবলু (১৮), মাইনুদ্দিন (১৮), সিরাজ দালাল (৪২), ইকবাল হোসেন (৩৮), আইয়ুব আলী (৩২) ও মো. আকবর। এ ছাড়া চন্দ্রদীপ ইউনিয়নের সাবেক সদস্য নাগর আলীর জিম্মায় অপ্রাপ্ত বয়স্কদের ছেড়ে দেয়া হয়।

এ সময় বিশ হাজার মিটার কারেন্ট জাল ও পঞ্চাশ পিচ মা ইলিশ জব্দ করে উপজেলা প্রশাসন।

ইলিশের প্রজনন মৌসুমের ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। ইলিশ সম্পদ সংরক্ষণে গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা রাখা হয়েছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।