অটোরিকশা ছিনিয়ে নিতে চালকের সঙ্গে নিষ্ঠুরতা
নাটোরে ইউসুফ আলী নামে এক অটোরিকশা চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সদর উপজেলার বারোঘড়িয়া এলাকার ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইউসুফ আলী নাটোর শহরের দক্ষিণ বড়গাছা এলাকার আব্দুল খালেকের ছেলে।
নাটোর সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ফরিদুল ইসলাম জানান, শনিবার সকালে ইউসুফ আলী তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন। পরে রাতে তিনি বাসায় ফিরে আসেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। রোববার সকালে স্থানীয় লোকজন বারোঘরিয়া বিলের ধানক্ষেতে ইউসুফের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- দুর্বৃত্তরা ইউসুফ আলীকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে।
রেজাউল করিম রেজা/আরএআর/পিআর