সরকারের উন্নয়ন প্রচারণায় কক্সবাজার ছাত্রলীগ
আওয়ামী লীগ সরকার গত ১০ বছরে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে। বদলে দিয়েছে দেশের চেহেরা। কিন্তু প্রচারণার অভাবে দেশের সাধারণ মানুষ সরকারের এসব উন্নয়ন সম্পর্কে তেমন একটা অবগত নয়। তাই সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রচারণায় নেমেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।
রোববার (১৪ অক্টোবর ) দুপুর থেকে দিনব্যাপী কক্সবাজার শহরে জেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক উপ-সম্পাদক মারুফ আদনানের নেতৃত্বে কয়েক শত ছাত্রলীগ কর্মী এ প্রচারণা শুরু করেন। ধারাবাহিকভাবে লালদিঘী পাড় হয়ে মহিলা কলেজ ও আদালত চত্ত্বর এলাকায় প্রচারণা চালান তারা।
কক্সবাজারে সরকারের প্রায় ৩ লাখ কোটি টাকার ৬৯টি প্রকল্পসহ দেশের বড় বড় উন্নয়ন প্রকল্পগুলো সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন তারা। রিকশালক, পথচারী, আইনজীবী, নারী, বিভিন্ন বিপনী বিতান মালিক, শ্রমিকদের মাঝে উন্নয়নের প্রচারপত্র তুলে দেন ছাত্রলীগ নেতারা। ছাত্রলীগের এ উন্নয়ন প্রচারণা সাড়া ফেলেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝেও।
আওয়ামী লীগ নেতারা জানান, ছাত্রলীগ নেতাকর্মীরা চাইলে দেশের প্রতিটি গ্রামে শেখ হাসিনার উন্নয়ন চিত্র সহজে পৌঁছে দিতে সক্ষম। তারা উদ্যমী, পরিশ্রমী। জেলা ছাত্রলীগ নেতারা শুরু করেছে অন্যরাও যোগ দিলে তা সর্বত্র ছড়িয়ে যাবে।
ছাত্রলীগ নেতা মারুফ আদনান বলেন, চলতি বছরের শেষে দিকে একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের কক্সবাজারে প্রায় ৩ লাখ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। অথচ প্রত্যন্ত অঞ্চলের সিংহভাগ মানুষ এ সম্পর্কে অবগত নন। তাই শেখ হাসিনার একজন কর্মী হিসেবে সাধারণ মানুষের কাছে উন্নয়নের প্রকল্পগুলো তুলে ধরছি।
জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, আমাদের মনে রাখা দরকার ৭১’র পরাজিত শক্তি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বাধা দিতে অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের সকল অপপ্রচারের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। সরকারের উন্নয়ন তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছানো গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অতীতের মতো আস্থা রাখবে। তাই ছাত্রলীগের মতো বঙ্গবন্ধু প্রেমী সবার উচিত সরকারের কার্যক্রম তুলে ধরা।
সায়ীদ আলমগীর/আরএস