বাড়ির কাছে আটক হলেন শিশুসহ ১৪ নারী পুরুষ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ২৩ অক্টোবর ২০১৮

ভারত থেকে অবৈধ পথে আসার পর বাড়ি ফেরার সময় শিশুসহ ১৪ বাংলাদেশি নারী পুরুষকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোলের আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে তিন শিশু, তিন নারী ও আট জন পুরুষ রয়েছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টে কর্মরত সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে আমড়াখালী চেকপোস্টে একটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেনাপোল হতে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস (বিআরটিসি) তল্লাশি করে শিশুসহ ১৪ জন বাংলাদেশি নারী পুরুষকে আটক করা হয়। এদের মধ্যে তিন জনের বাড়ি পিরোজপুর ও ১১ জনের বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, অবৈধ পথে ভারত থেকে আসার কারণে তাদের আটক করা হয়। আটক বাংলাদেশি নাগরিকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

মো.জামাল হোসেন/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।