অন্ধকারে কিশোরগঞ্জের দুই উপজেলা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৯:০০ এএম, ২৮ অক্টোবর ২০১৮

ভৈরব মেঘনা রেলওয়ে পুরান সেতুতে বিদ্যুতের সঞ্চালন লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৩টায় রেলওয়ে সেতুর সঞ্চালন লাইনের ক্যাবলে শটসার্কিট থেকে এ ঘটনা ঘটে। তৎক্ষণাৎ ভৈরব ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার মধ্যে আগুন নিভিয়ে ফেললেও ভৈরব ও কুলিয়ার চর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

জানা গেছে, আশুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে ৩৩ কেভি সঞ্চালন লাইনে ক্যাবলের মাধ্যমে মেঘনা রেলওয়ে সেতুর ওপর দিয়ে ভৈরব ও কুলিয়ার চর এলাকার জন্য বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে। শনিবার বিকেলে এই লাইনের ক্যাবলে শটসার্কিটে আগুন ধরে কয়েকটি ক্যাবল পুড়ে যায়।

বিদ্যুতের কর্মীরা ধারণা করছেন, কোনো ব্যক্তি রেলসেতুতে হাঁটার সময় সিগারেট বা দিয়াশলাইয়ের আগুন ফেলার কারণে এই ঘটনা ঘটে।

ভৈরব বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, কর্মীরা সেতুতে কাজ করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যই ক্যাবলের কাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হবে।

আসাদুজ্জামান ফারুক/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।