সাফারি পার্ক থেকে ইকোপার্কে গেল দুই জেব্রা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ১০:২১ পিএম, ২৯ অক্টোবর ২০১৮

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে দুটি জেব্রা ও বিভিন্ন প্রজাতির ৬৭টি বিদেশি পাখি সিলেটের ইকোপার্কে স্থানান্তর করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এসব পাখি ও প্রাণি দুটি ইকোপার্কে পাঠানো হয়েছে।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ইকোপার্কের জন্য কেনা ২০১৪ সালে বিদেশ থেকে আমদানি করা ওই পাখি ও প্রাণিগুলো গাজীপুরের সাফারি পার্কে এতদিন লালন-পালন করা হচ্ছিল। সিলেট বন বিভাগের ফরেস্টার চয়ন ব্রত চৌধুরীর কাছে পাখি ও প্রাণিগুলো হস্তান্তর করা হয়। জেব্রা দুটির মধ্যে একটি মাদি ও একটি পুরুষ, এছাড়া চারটি ম্যাকাউ, চারটি আফ্রিকান গ্রে, চারটি ফানকুনিওর, ৩০টি লাভবার্ডসহ ৬৭টি বিভিন্ন বিদেশি পাখি সিলেট বন বিভাগের আওতাধীন টিলাগড় ইকোপার্ক কর্তৃপক্ষের কাছে স্থানান্তর করা হয়েছে।

চয়ন ব্রত চৌধুরী জানান, ২০০৬ সালে ইকোপার্কটি তৈরি করা হয়। বর্তমানে ওই পার্কে কোনো বিদেশি প্রাণি নেই। এই পার্ক থেকে নেয়া দুটি জেব্রা ও পাখিগুলো দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।

টিলাগড় ইকোপার্কটি হলো দেশের তৃতীয় ইকোপার্ক। সিলেট শহর থেকে ৮ কিলোমিটর উত্তর-পূর্ব কোণে ২০০৬ সালে ছোট ছোট কয়েকটি টিলা সমৃদ্ধ ১১২ একর বন নিয়ে ইকোপার্কটি প্রতিষ্ঠা করা হয়।

শিহাব খান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।