ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে এবার সাংবাদিকের মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ৩০ অক্টোবর ২০১৮

ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে এবার গাজীপুর আদালতে ২০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মামলাটি দায়ের করেন দৈনিক বঙ্গজননী পত্রিকার সহ-সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানার নলজানী এলাকার মৃত আব্দুল আওয়ালের ছেলে আতিক মাহমুদ।

বাদীপক্ষের আইনজীবী ও গাজীপুর বারের সভাপতি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, ওই আদালতের বিচারক মাহবুবা আক্তার মামলাটি আমলে নিয়ে সদর থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, ব্যারিস্টার মইনুল হোসেন গত ১৬ অক্টোবর বেসরকারি টেলিভিশন ৭১টিভির টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় সমগ্র নারী জাতি অপমানিত হয়েছে এবং নারীদের মানহানি হয়েছে। এই মন্তব্য বাংলাদেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনার প্রেক্ষিতে তিনি ২০ কোটি টাকার মানহানির এই মামলাটি দায়ের করেছেন বলে মামলার আইনজীবী আব্দুর রাজ্জাক জানান।

আমিনুল ইসলাম/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।