গাজীপুরে যুবলীগ নেতা হত্যার ঘটনায় মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:০০ এএম, ৩১ অক্টোবর ২০১৮

গাজীপুর সিটি কর্পোরেশনের ২৯নং ওয়ার্ড যুবলীগ একাংশের সভাপতি মোতালিবকে (২৭) কুপিয়ে হত্যার ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার নিহতের বাবা মোফাজ্জল হোসেন (৫০) বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭/৮ জনের বিরুদ্ধে মামলাটি করেন। পরপর হামলা, ভাঙচুর ও খুনের ঘটনায় এলাকায় থমথমে পরস্থিতি বিরাজ করছে। তবে হামলা, ভাঙচুর ও খুনের ঘটনায় পৃথক দুটি মামলা হওয়ায় সন্ত্রাসীরা গা ঢাকা দিয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, ‘আমার ছেলে মোতালিব সোমবার সকালে স্থানীয় মজি মেম্বারের পুকুর পাড়ে গেলে আসামিরা পূর্ব শক্রতার কারণে হামলা চালিয়ে খুন করে। এ ঘটনায় মোতালিবকে বাঁচাতে আমি এগিয়ে গেলে আমাকেও কুপিয়ে আহত করে। ’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, মোতালিব হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে এবং হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চলছে। যেকোনো উপায়ে আসামিদের গ্রেফতার করা হবে।

আমিনুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।