বেতনের দাবিতে কারখানায় ভাঙচুর
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উজিলাব গ্রামে বকেয়া বেতনের দাবিতে কারখানায় ভাঙচুর চালিয়ে বিক্ষোভ করেছেন স্টিম ওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা।
সোমবার সকাল ১০টার দিকে কারখানায় ভাঙচুর চালানোর পর বিকেলে শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের কেওয়া নতুন বাজারে অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।
কারখানার সুইং অপারেটর সোহানা আক্তার, কোয়ালিটি ইন্সপেক্টর মারুফ ও শফিকুল ইসলাম জানান, সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের জন্য কারখানার কর্তৃপক্ষ একাধিকবার তারিখ দিয়েও তা পরিশোধ করেনি। এতে শ্রমিকদের ঘর ভাড়া ও দোকানে বাকি পরিশোধ করতে না পারায় মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। কারখানা কর্তৃপক্ষ একাধিকবার তারিখ দিয়েও বেতন পরিশোধ না করায় আমরা আন্দোলনের নামতে বাধ্য হয়েছি।

কারখানার মানব সম্পদ কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ব্যবসায় উত্থান-পতন থাকে। নানা প্রতিকূলতায় আমরা শ্রমিকদের বেতন সঠিক সময়ে পরিশোধ করেছিলাম। কিন্তু সেপ্টেম্বর মাসের কিছু ও অক্টোবর মাসের পুরো বেতন শ্রমিকদের দেয়া সম্ভব হয়নি। তবে বেতন দেয়ার প্রক্রিয়া চলছে। হঠাৎ করেই সোমবার সকালে কাজে যোগ দিয়েই কারখানায় ভাঙচুর চালায় শ্রমিকরা। এরপরও শ্রমিকদের সঙ্গে কথা বলে কাজে ফিরিয়ে আনার চেষ্টা করছি।

এ ব্যাপারে শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বলেন, শ্রমিক বিক্ষোভের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
শিহাব খান/এএম/পিআর