ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ও গুলিসহ আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১০:২৪ এএম, ১২ নভেম্বর ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ৪১ বোতল ফেনসিডিল, ৮ বোতল ইস্কফ ও ১২ রাউন্ড গুলিসহ বেল্লাল উদ্দিন (৪২) ও নাজমুল হুদা (৪০) নামে দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

রোববার দিবাগত রাত ২টার দিকে পৌরশহরের পশ্চিম মেড্ডা এলাকা থেকে অভিযান চালিয়ে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।

আটক বেল্লাল পশ্চিম মেড্ডা এলাকার মৃত সোনা মিয়ার ছেলে ও নাজমুল শিমরাইলকান্দি এলাকার ফরিদুল হুদার ছেলে। সকালে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালাক চন্দন দেবনাথের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডা এলাকায় আভিযান চালায়। রাত ২টার দিকে ওই এলাকার শাহ পরান ফ্লাওয়ার মিলের পাশে একটি ভবনের নিচতলা থেকে অভিযান চালিয়ে বেল্লাল ও নাজমুলকে আটক কর হয়।

এ সময় তাদের কাছ থেকে ৪১ বোতল ফেনসিডিল, ৮ বোতল ইস্কফ ও ১২ রাউন্ড গুলি এবউ মাদক বিক্রির ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আজিজুল সঞ্চয়/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।