বেনাপোলে শিশুসহ ৭ নারী-পুরষ আটক
অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় বেনাপোল সীমান্ত থেকে তিন শিশুসহ সাতজন বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বিজিবির সদস্যরা।
বৃহস্পতিবার দুপুরে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মন্দিরের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে বিজিবি। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।
আটকরা হলো- সাদ্দাম হোসেন (২৮), সাজিয়া আক্তার (২২), আরজিনা (৪০), রহিমা (২৪) ও ৩ শিশু। এদের বাড়ি কুষ্টিয়া, নড়াইল ও বাগেরহাটের বিভিন্ন এলাকায়।
৪৯-বিজিবির আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব বলেন, ভারত থেকে নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে বেনাপোলের দিকে যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। এ সময় বেনাপোলের ছোট আঁচড়া গ্রামের মন্দিরের সামনে থেকে সাতজনকে আটক করা হয়। আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
মো. জামাল হোসেন/এএম/পিআর