ভৈরবে বিএনপি নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদান
কিশোরগঞ্জের ভৈরবে বিএনপি থেকে বেশ কিছু সংখ্যক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
শনিবার রাত ৮টায় পৌর শহরে ভৈরবপুর উত্তরপাড়া আইভি ভবনে বিসিবি সভাপতি ও স্থানীয় সাংসদ নাজমুল হাসান পাপনের হাত ধরে পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি নূর মোহাম্মদের নেতৃত্বে নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগ দেন।
এছাড়া নূর মোহাম্মদের তিন ছোট ভাই বিএনপি নেতা মনির হোসেন, বশির আহমেদ, হোসেন মিয়া এবং বিএনপি নেতা জসিম উদ্দিন, অহিদুর রহমান, উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক শরীফ আহমেদও আওয়ামী লীগে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সিনিয়র সহ সভাপতি হাজী মো. সিরাজ উদ্দিন, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মির্জা সুলায়মান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জাকির হোসেন কাজল, সাংগঠনিক সম্পাদক শেফাত উল্লাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।
আসাদুজাজ্জামান ফারুক/জেএইচ