রিকশাকে চাপা দিল ট্রাক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৮:২৫ এএম, ২৬ নভেম্বর ২০১৮
প্রতীকী ছবি

মানিকগঞ্জে ট্রাকচাপায় লিয়াকত হোসেন(৬০) নামে এক রিকশাযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই রিকশার চালকও। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিয়াকত হোসেন শিবালয় উপজেলার ভাওয়ালকান্দি গ্রামের মৃত বয়েজ উদ্দিনের ছেলে।

বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা জানান, টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় পাটুরিয়া ঘাটগামী একটি ট্রাক পেছন থেকে ওই রিকশাকে চাপা দেয়। এতে যাত্রী লিয়াকত ও চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে লিয়াকতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

বি.এম খোরশেদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।