কাশিমপুর কারাগারে বিএনপি কর্মীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:২০ এএম, ২৯ নভেম্বর ২০১৮

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক বন্দির মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ তার মৃত্যু হয়।

নিহতের নাম আব্দুল্লাহ আল তামিম (২৮)। তিনি জামালপুরের ইসলামপুর থানার ইসলামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। চাচাত ভাইয়ের সঙ্গে ঢাকার তেজগাঁওয়ে বসবাস করতেন তিনি। তবে আব্দুল্লাহ আল তামিম তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির সদস্য ছিলেন বলে জানিয়েছেন নিহতের চাচা আব্দুস সামাদ।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১র সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুব্রত কুমার বালা জানান, তামিম ঢাকার উত্তরখান থানার বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য মামলার আসামি। গত ১৮ অক্টোবর থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন। বুধবার বিকেল ৩টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সেখানে তার অবস্থার উন্নতি না হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তবে ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, বিকেলে ৪টা ১৫ মিনিটে তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

আমিনুল ইসলাম/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।