গাজীপুরে টিকে থাকলেন ৩২ প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫টি সংসদীয় আসনে মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মনোনয়পত্র জমা দেয়া ৩৯ জন প্রার্থীর মধ্যে সাতজন প্রার্থী রোববার তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় এখন ৩২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রইলেন।

এর মধ্যে গাজীপুর-১ আসনে সাতজন, গাজীপুর-২ আসনে ছয়জন, গাজীপুর-৩ আসনে সাতজন, গাজীপুর-৪ আসনে সাতজন এবং গাজীপুর-৫ আসনে পাঁচজন প্রার্থী রয়েছেন।

তারা হলেন- গাজীপুর-১ আসনে আ.ক.ম মোজাম্মেল হক (আওয়ামী লীগ), তানবীর আহমেদ সিদ্দিকী (বিএনপি), আবুল বাশার (ইসলামী আন্দোলন), আরিফুল ইসলাম (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট), আতিক মাহমুদ (গণফ্রন্ট), হাসান উদ্দিন (তরিকত ফেডারেশন) ও মোহাম্মদ রাহাত আহম্মেদ (বাসদ)।

গাজীপুর-২ আসনে মো. জাহিদ আহসান রাসেল (আওয়ামী লীগ), মো. সালাহ উদ্দিন সরকার (বিএনপি), মো. আবদুল কাইয়ুম (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল), মো. জিয়াউল কবীর (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), হারুন অর রশিদ (ইসলামী আন্দোলন) ও সৈয়দ মোহাম্মদ আব্দুল হান্নান নূর (বাংলাদেশ মুসলিম লীগ)।

গাজীপুর-৩ আসনে মুহাম্মদ ইকবাল হোসেন (আওয়ামী লীগ), ইকবাল সিদ্দিকী (জাতীয় ঐক্যফ্রন্ট), আফতাব উদ্দিন আহমদ (জাতীয় পার্টি), এস.এম মফিজ উদ্দিন আহমদ (বাসদ), নাসির উদ্দিন (জাকের পার্টি), রফিকুল ইসলাম (তরিকত ফেডারেশন) ও রহমত উল্লাহ (ইসলামী আন্দোলন)।

গাজীপুর-৪ আসনে সিমিন হোসেন রিমি (আওয়ামী লীগ), শাহ রিয়াজুল হান্নান (বিএনপি), জুয়েল কবির (জাকের পার্টি), মানবেন্দ্র দেব (কমিউনিস্ট পার্টি), মো. নাজিম উদ্দিন শেখ (সমাজতান্ত্রিক দল), নূরুল ইসলাম সরকার (ইসলামী আন্দোলন) ও মোহাম্মদ সারোয়ার-ই-কায়নাত (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট)।

গাজীপুর-৫ আসনে মেহের আফরোজ (আওয়ামী লীগ), এ.কে.এম ফজলুল হক মিলন (বিএনপি), রাহেলা পারভীন শিশির (জাতীয় পার্টি), গাজী আতাউর রহমান (ইসলামী আন্দোলন) ও মোহাম্মদ আমিনুল ইসলাম মাহমুদ (জাকের পার্টি)।

গাজীপুরের জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সাতজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এখন গাজীপুরের ৫টি আসনে মোট ৩২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মো. আমিনুল ইসলাম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।