যাকে ভোট দিলে উন্নয়ন হবে তাকেই ভোট দিন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন। আপনাদের মূল্যবান ভোটটি সব দলের লোকেরা চাইতে পারে। যাকে ভোট দিলে দেশের উন্নয়ন হবে এবং আপনারা ভালোবাসা পাবেন তাকেই ভোট দিন।

তিনি বলেন, যারা দেশের জন্য কোনো উন্নয়ন করেনি তাদের ভোট না দিয়ে, যারা মানুষের জন্য কাজ করেছে এবং করবে তাদেরই ভোট দিন।

মঙ্গলবার বিকেলে গাজীপুর-৫ নির্বাচনী এলাকা উলুখোলায় গণসংযোগকালে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন আওয়ামী লীগের এই প্রার্থী।

চুমকি বলেন, গত ১০টি বছর আওয়ামী লীগ সরকার যদি দেশের উন্নয়ন করে থাকে, এদেশের নারীদের আত্মনির্ভরশীল করে থাকে তবে তৃতীয়বারের মতো নৌকায় ভোট দিন।

তিনি আরও বলেন, নারীরা শিক্ষিত হয়ে দেশের মানব সম্পদে পরিণত হচ্ছে। আওয়ামী লীগ সরকার দেশকে দরিদ্র থেকে উন্নত দেশের দিকে নিয়ে যাচ্ছে। আগের মানুষ বিদ্যুৎ না দিয়ে খুঁটির ব্যবসা করেছে। কিন্তু বর্তমান সরকার কালীগঞ্জে শতভাগ বিদ্যুতায়নের ব্যবস্থা করেছে।

এ সময় উপস্থিত ছিলেন- নাগরী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির মিয়া, সাবেক চেয়ারম্যান সিরাজ মোড়ল, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, মাজেদুল ইসলাম সেলিম, মোহাম্মদ আলী হোসেন ও রেজাউল করিম সিকদার প্রমুখ।

আব্দুর রহমান আরমান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।