১৫ কিলোমিটার জুড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবে নেতাকর্মীরা
বুধবার সড়কপথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন। এ উপলক্ষে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ঘাট থেকে দীর্ঘ ১৫ কিলোমিটার মহাসড়ক অংশে সারিবদ্ধ হয়ে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানোর প্রস্তুতি নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সড়কপথে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারাভিযান শুরু করবেন। বুধবার দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়া উপজেলা সদরের শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।
দলীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে সড়কপথে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন। এ উপলক্ষে শিবচরের ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরিঘাট থেকে উপজেলার দত্তপাড়া পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কের দুই পাশে অবস্থান নিয়ে শেখ হাসিনাকে স্বাগত জানাবেন নেতাকর্মীরা।
ইতোমধ্যে দলীয় প্রধানকে স্বাগত জানাতে প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা আওয়ামী লীগ। শেখ হাসিনার আগমন উপলক্ষে উপজেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে বহনের জন্য প্রস্তুত রাখা হয়েছে ফেরি। নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। নৌপথজুড়ে রয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ির ঘাট ম্যানেজার আ. সালাম বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিশেষ ফেরি প্রস্তুত রাখা হয়েছে। নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঘাট থেকে মহাসড়কের শিবচরের শেষ অংশ পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে স্বাগত জানাবে নেতাকর্মীরা। এ জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এ কে এম নাসিরুল হক/এএম/এমএস