‘হাতে জীবন নিয়ে মাঠে থাকব’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৬:০২ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮

যশোর-৪ আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আইউব অভিযোগ করেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য বারবার প্রশাসনের কাছে দাবি জানালেও কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না। প্রতিদিন নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা চলছে। সর্বশেষ রোববার রাতে আমার বাড়িতে হামলা করা হয়েছে। ঘটনার সময় প্রশাসনের সহযোগিতা চেয়েও পাইনি।

তিনি বলেন, হামলা-মামলা করে আমাদের নির্বাচন থেকে দূরে রাখা যাবে না। হাতে জীবন নিয়ে শেষ পর্যন্ত মাঠে থাকব। সোমবার দুপুরে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে টিএস আইউব অভিযোগ করেন, পুরো বাঘারপাড়া উপজেলায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে। রোববার রাতের আঁধারে আমার বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা।

সংবাদ সম্মেলন থেকে বলা হয়, নির্বাচনী তফসিল ঘোষণার পর ওয়ারেন্ট ছাড়াই অন্তত ৩১ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ জন্য বিএনপির পক্ষ থেকে বাঘারপাড়া ও অভয়নগর থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। ইতোমধ্যে যশোর-৪ নির্বাচনী এলাকায় ধানের শীষের ৩১টি অফিস ভাঙচুর করা হয়েছে। এছাড়া বাড়িতে বাড়িতে হামলার অভিযোগ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে দেয়া হয়েছে। কিন্তু এসব সমস্যার কোনো সমাধান হয়নি।

সংবাদ সম্মেলনে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান মশিয়ার রহমান, বাঘারপাড়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল হাই মনা, যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান, যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

মিলন রহমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।