শেষ মুহূর্তে বিএনপির ৫ শতাধিক নেতাকর্মীর দলবদল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৯:১৮ এএম, ১৮ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ১১ দিন। শেষ মুহূর্তে এসে নরসিংদীর বেলাবোতে বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। সোমবার বিকেলে চরবেলাবো মাদরাসা মাঠে আওয়ামী লীগের প্রার্থীর এক নির্বাচনী জনসভায় আনুষ্ঠানিকভাবে তারা দলবদল করেন।

দলবদল করা নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- বেলাবো ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক স্বপন মাহমুদ, আমানুল্লাহ আমান ও আতিকুল ইসলাম।

জনসভায় নরসিংদী-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন উপস্থিত ছিলেন। যোগদান করা নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূঞার হাতে ফুলের নৌকা তুলে দেন।

বেলাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাপ মিয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট খায়রুল মজিদ মাহমুদ চন্দন, বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি সমশের জামান ভূঁইয়া রিটন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

দলবদল করা নেতাকর্মীরা বলেন, আমাদের এই মুহূর্তে প্রধান কাজ হলো আওয়ামী লীগের প্রার্থীর নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করা।

মনোহরদী-বেলাবো উপজেলা নিয়ে নরসিংদী-৪ আসন গঠিত। এই আসনের আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বর্তমান সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

সঞ্জিত সাহা/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।