ভোটের প্রচারণায় ঘরের বউরা!
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পথ-ঘাট চোষে বেড়াচ্ছেন প্রার্থীরা। নানা প্রতিশ্রুতির ঝুঁড়ি নিয়ে হাজির হচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। ঠিক এমন সময় বসে নেই ঘরের বউরাও। তারাও ভোটের মাঠে প্রচারণায় ব্যস্ত দিন পার করছেন। তেমনি একজন রাঙামাটির আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারের সহধর্মিণী বিটা চাকমা, তার সঙ্গে আছেন আওয়ামী লীগের অন্যান্য নেতাদের বউরা।
প্রতীক বরাদ্ধের পরপরই দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন রাঙামাটি শহরের বিভিন্ন পাড়া, মহল্লায়। সঙ্গে আছেন দলের অন্য নেতাদের বউ, মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেতাকর্মীসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিটা চাকমা বলেন, ‘আমরা আশা করছি সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। অবৈধ অস্ত্রের ভয়ে কিংবা কারো লাল চক্ষুকে ভয় না পেয়ে ঘরের বউ-ঝিরা ভোটকেন্দ্রে যাবে। তারা নিজেদের অধিকার আদায়ের জন্যে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন। আমরা দেখতে পাচ্ছি নৌকার প্রতি মা-বোনদের ভালোবাসা রয়েছে। তারা ৩০ ডিসেম্বর ভোট দেয়ার মাধ্যমে নৌকার বিজয় নিশ্চিত করবে।’

‘নারীদের অধিকার আদায়ে এবং তাদের চাহিদা পূরণে প্রয়োজনে দাদার সঙ্গে ঘরে ফাইট চলবে’-এমন মন্তব্য করে তিনি বলেন, ‘তিনি (দীপংকর) যতবারই নির্বাচিত হয়েছেন নারীদের জন্য কাজ করেছেন। নারীদের বিভিন্ন অধিকার আদায়ে তিনি ভূমিকা রেখেছেন, আশা করি এটা পার্বত্যবাসী জানে। তাই আগামীতেও নারীদের বিভিন্ন অধিকার আদায় এবং তাদের চাহিদা পূরণে কাজ করে যাবেন। এ ছাড়া তার কাছে নারীদের বিভিন্ন চাহিদার কথা আমি নিজে উপস্থাপন করব। প্রয়োজন হলে দাদার (তার স্বামী) সঙ্গে ঘরে ফাইট চলবে।’
বিটা চাকমা আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিতে সার্বিক উন্নয়ন করেছেন। বহির্বিশ্বে আমাদের দেশের নাম উজ্জ্বল করতে এখনও তিনি কাজ করে যাচ্ছেন। বিশেষ করে নারীদের জন্য অনেক সুযোগ-সুবিধা নিশ্চিত করেছেন তিনি। এখনও পর্যন্ত তিনি নারীদের জন্য কাজ করে যাচ্ছেন। তাই আশা করব, আসন্ন নির্বাচনে সকলে নৌকা মার্কায় ভোট দেবেন।’
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমানের স্ত্রী চাইনোসিং রহমান বলেন, ‘ছাত্রীদের জন্য উপবৃত্তি, নারীদের জন্য বিধবাভাতা, বয়স্কভাতাসহ নানা সুযোগ-সুবিধা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চাই।’

রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমানের স্ত্রী নাজমা রহমান বলেন, ‘রাঙামাটিতে যতবার দীপংকর তালুকদার নির্বাচিত হয়েছেন ততবার উন্নয়নের জোয়ার বয়ে গেছে। কিন্তু গত পাঁচ বছর আমরা দেখতে পাই, দাদা না থাকায় রাঙামাটির তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। তাই প্রধানমন্ত্রী যেভাবে পুরো দেশকে উন্নয়ন করছেন তার ধারাবাহিকতা যেন পার্বত্যজেলা রাঙামাটিতে থাকে, সেজন্য দীপংকর তালুকদারকে আমাদের প্রয়োজন।’
রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ এমরান রোকনের স্ত্রী শাহনাজ পারভিন মুক্তা। তিনি বলেন, ‘বর্তমান সরকার নারীদের জন্য অনেক উন্নয়নমূলক কর্মসূচি পালন করেছে। নারীদেরকে এগিয়ে নিতে এবং নারীদের অধিকার নিশ্চিত করতে এমন সরকারই বারবার প্রয়োজন। তাই আমরা তরুণীদের উৎসাহিত করছি নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের এই ধারবাহিকতা রক্ষা করার জন্য।’
এসআর/এমকেএইচ