ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৮:৩৩ এএম, ২৩ ডিসেম্বর ২০১৮

ঠাকুরগাঁও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৩শ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার রাত ১২টায় জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদক নির্মূলের লক্ষ্যে ডিবি পুলিশের একটি দল শহরের ছোটখোচাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে এ মাদকদ্রব্য উদ্ধার করে।

এ সময় মাদক ব্যবসায়ী বোরহান আলীকে (৩৯) গ্রেফতার করা হয়। তিনি দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার দলুয়া গ্রামের আব্বাস আলীর ছেলে।

ডিবি পুলিশের এসআই শামীম বাদী হয়ে সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন ও মাদক ব্যবসায়ীকে জেল হাজতে পাঠান।

ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান বলেন, মাদক নির্মূল করার লক্ষ্যে জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমানোর জন্য এভাবেই নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

রবিউল এহসান রিপন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।