পুলিশি অভিযানে বিএনপি নেতাকর্মীসহ আটক ১৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮
প্রতীকী ছবি

পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি নেতাকর্মীসহ ১৩ জনকে আটক করা হয়েছে। শনিবার রাতভর জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

এর মধ্যে পঞ্চগড় সদর থানায় পাঁচজন, আটোয়ারী উপজেলায় পাঁচজন, বোদা উপজেলায় একজন, দেবীগঞ্জ থানায় একজন এবং তেঁতুলিয়া থানায় একজনকে আটক করা হয়। রোববার দুপুরে তাদের আদালতে পাঠায় পুলিশ।

আটককৃতরা হলেন- সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম (৬২), একই উপজেলার বিএনপি সমর্থক বাবুল হোসেন (৪২), মকসেদুর রহমান (৩০), আনোয়ার হোসেন (৩০) এবং মানিক মিয়া (২৫)।

আটোয়ারী উপজেলার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ পারভেজ (৩৫), একই উপজেলার বিএনপি সমর্থক মঞ্জুরুল ইসলাম (২৬), হাসিবুল ইসলাম (৩৫), হামিদুর রহমান (৫৫) এবং সলেমান আলী (৪৪)।

তেঁতুলিয়া উপজেলার নুরুল ইসলাম (৪৮), দেবীগঞ্জ উপজেলার আবু মুসা (৩৬) এবং বোদা উপজেলার সাবিরুল ইসলামকে (৩২) আটক করে পুলিশ। রোববার দুপুর পর্যন্ত আটককৃতদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।

পঞ্চগড়ের পুলিশ সুপার মোহম্মদ গিয়াস উদ্দীন আহমেদ বলেন, যাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা বা অভিযোগ রয়েছে এবং যারা দুষ্কৃতকারী তাদেরকেই আটক করা হচ্ছে।

সফিকুল আলম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।