অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:৪১ পিএম, ১৯ জানুয়ারি ২০১৯
প্রতীকী ছবি

গাজীপুরে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের অভিযোগ স্বামীই তাকে হত্যা করেছেন। এ ঘটনায় স্বামী লিটন খন্দকারকে আটক করা হয়েছে।

নিহত আফরোজা আক্তার পুষ্প (২২) ফেনীর ছাগলনাইয়া থানার শিলুয়া গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহর মেয়ে।

টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন জানান, টঙ্গীর জাবের-জোবায়ের পোশাক কারখানার শ্রমিক লিটন খন্দকার স্ত্রী আফরোজা আক্তার পুষ্পকে নিয়ে ঝিনু মার্কেট এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। শুক্রবার দিবাগত রাতে লিটন বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ পান। ডাকাডাকি করেও দরজা না খোলায় দরজা ভেঙে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন তিনি। পরে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পুষ্পকে মৃত ঘোষণা করেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।