দিনাজপুরে প্রথমদিনেই অনুপস্থিত ৫৪১ পরীক্ষার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৯

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার প্রথমদিনে বাংলা পরীক্ষায় ৫৪১ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। পাশাপাশি এদিন এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার বাংলা প্রথমপত্র পরীক্ষায় রংপুর বিভাগের আট জেলায় ২৬৭টি কেন্দ্রে ১ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা ছিল। কিন্তু অংশগ্রহণ করে ১ লাখ ৬৬ হাজার ৮০২ জন পরীক্ষার্থী। অনুপস্থিত রয়েছে ৫৪১ জন।

এর মধ্যে রংপুরে ৮০ জন, গাইবান্ধা জেলায় ৭৬ জন, নীলফামারীতে ৬৬ জন, কুড়িগ্রামে ৮০ জন, লালমনিরহাটে ৩৭ জন, দিনাজপুরে ৯১ জন, ঠাকুরগাঁওয়ে ৭৪ জন এবং পঞ্চগড়ে ৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এদিকে, অসদুপায় অবলম্বনের দায়ে ঠাকুরগাঁওয়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।